এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট (আয়া) এর ২৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 3 July 2025

এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট (আয়া) এর ২৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি : এসোসিয়েশন ফর  ইয়ুথ এডভান্সমেন্ট (আয়া) এর ২৬তম সাধারণ সভা আয়া কার্যালয়ে ৩জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। 


আয়ার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে ও হিমাংশু মিত্রের সঞ্চালনায় সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান নির্বাহী পরিচালক অনিতা দাস গুপ্তা। 



সভায় সর্বসম্মতি ক্রমে ২০২৫—২০২৭সেশন এর জন্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীকে পুনরায় সভাপতি ও  অনিতা দাস গুপ্তাকে প্রধান নির্বাহী পরিচালক নির্বাচিত করে ১১সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী  কমিটি গঠন করা হয়।


কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি রিপন আহমদ, হিমাংশু মিত্র, অর্থ সম্পাদক সালমা বেগম,  সাংগঠনিক সম্পাদক মো. মকসুদ হোসেন খাঁন সাব্বির, প্রচার ও এন্টারপ্রাইজ বিষয়ক সম্পাদক  কাইটস মাসউদ, পরিবেশ বস্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ খোকন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অরূপ দে, যোগাযোগ ও যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক রুমা আক্তার, নির্বাহী সদস্য জাকিয়া ফেরদৌস জায়গীদার ও পদাধিকার বলে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলা শাখার সভাপতি ও সম্পাদক।


No comments:

Post a Comment

Pages