ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান, নিহত-৪৫ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 30 June 2025

ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান, নিহত-৪৫


সময় ডেস্ক :
টানা কয়েক দিনের বৃষ্টিতে পাকিস্তানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চরম বৈরি আবহাওয়ার কবলে পড়ে কয়েকদিনের ব্যবধানে দেশটিতে ৪৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে বহু মানুষ। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া এলাকা। 


আফগানিস্তান সীমান্তে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানুষ সবচেয়ে বেশি দুর্দশায় পড়েছে। ওই প্রদেশে মারা গেছেন ২১ পাকিস্তানি। তাদের মধ্যে ১০ জনই শিশু। এর মধ্যে আকস্মিক বন্যা ১৪ জনকে ভাসিয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বিশাল এলাকা। দুর্ভোগে আছেন হাজারো মানুষ। 


জনসংখ্যার দিক দিয়ে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য পাঞ্জাবে বুধবার পর্যন্ত ১৩ জন মারা গেছেন। ভারী বৃষ্টিপাতের সময় দেওয়াল ও ছাদ ভেঙে পড়ে আট শিশু প্রাণ হারায়। প্রাপ্তবয়স্ক পাঁচ ব্যক্তি আকস্মিক বন্যায় ভেসে যান। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে মৌসুমি বৃষ্টির জেরে আরও ১১ জন প্রাণ হারানোর তথ্য জানা গেছে।


পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে। পাকিস্তান সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগাম সতর্কতা জারি করে জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহবান জানিয়েছে। বসন্তকালেও চরম বৈরি আবহাওয়ার মুখে পড়ে পাকিস্তানিরা। গত মাসে তীব্র ঝড়ে ৩২ জন প্রাণ হারান।


No comments:

Post a Comment

Pages