সিলেটে আ'লীগ নেতা হত্যা না আত্মহত্যা, মৃত্যু নিয়ে রহস্য - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 31 October 2025

সিলেটে আ'লীগ নেতা হত্যা না আত্মহত্যা, মৃত্যু নিয়ে রহস্য


সময় ডেস্ক :সিলেট 
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সিলেটের বৃহৎ ফল মার্কেট ইয়াসিন প্লাজার ব্যবসায়ী আবদুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।


শুক্রবার (৩১ অক্টোবর) তার নিজ বাড়ির ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান রাজ্জাক। শুক্রবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, এটি এখনো নিশ্চিত নয়। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।


তিনি আরো জানান, রাত থেকে সকাল পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, এ সময়ের মধ্যে বাসায় কোনো বহিরাগত প্রবেশ করেননি। ফলে ঘটনাটি নিয়ে রহস্য আরো গভীর হয়েছে।


পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত চার-পাঁচ মাস ধরে আবদুর রাজ্জাক মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। তবে তিনি কখনো পরিবারকে জানাননি, কেন তিনি এমন অবস্থায় ভুগছেন।


ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা এ মৃত্যুকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।


দক্ষিণ সুরমা থানা পু্লিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।


No comments:

Post a Comment

Pages