অটোরিকশা চালকের হামলায় রক্তাক্ত ট্রাফিক সদস্য - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 10 October 2025

অটোরিকশা চালকের হামলায় রক্তাক্ত ট্রাফিক সদস্য


সময় ডেস্ক :
গাজীপুরের টঙ্গীতে অটোরিকশাচালকের হামলায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রাফিক কনস্টেবল মোহাম্মদ সাঈদ (৫০) নড়াইল জেলার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কর্মরত।


এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক মুস্তাকিনকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ও টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।


পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালনকালে অটোরিকশার চালকদের প্রধান সড়কে প্রবেশে বাধা দেন সাঈদ। 


কথা না শোনায় হাতে থাকা টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফুটো করেন সাঈদ। এতে ক্ষুব্ধ হয়ে টেস্টারটি ছিনিয়ে নিয়ে সাঈদের মাথায় আঘাত করেন মুস্তাকিন। পরে সাঈদের মাথা ফেটে রক্তক্ষরণ হয়।


এ ঘটনার পরপর মুস্তাকিনকে আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


No comments:

Post a Comment

Pages