থানা থেকে আসামী পালিয়েছে, ২ পুলিশ ক্লোজড - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 11 August 2025

থানা থেকে আসামী পালিয়েছে, ২ পুলিশ ক্লোজড


সময় ডেস্ক :
মাদারীপুরের রাজৈর থানার চত্বর থেকে আদালতে নেওয়ার সময় পালিয়ে গেছে মাদক মামলার আসামি অনিমেষ ওরফে ঘনি গাইন (৩২)।


এ ঘটনায় সোমবার (১১ আগস্ট) বিকেলে দুই পুলিশ কনস্টেবল আহসান হাবিব ও সাদ্দাম হোসেনকে ক্লোজড করা হয়েছে।


পলাতক অনিমেষ রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের কদমবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত ক্ষীতিশ চন্দ্র গাইনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন। তবে পলাতক আসামি ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন মাদারীপুর পুলিশ সুপার নাঈমুল হাছান।


পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রামের টিসিবি গোডাউনের সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী অনিমেষ ও মালিক বালাকে (৩৪) আটক করে রাজৈর থানার পুলিশ। 


ওইদিন কদমবাড়ির গজারিয়া গ্রাম থেকে সিদ্দিক শেখকে (৭২) গাঁজা ও বাজিতপুর ইউনিয়নের চৌরাশি গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ সুভাষ বেপারীকে (৩৭) আটক করা হয়।


সোমবার বেলা ১২ টার দিকে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদারীপুর আদালতে নেওয়ার উদ্দেশ্যে থানা থেকে বের করা পুলিশ। পরে গাড়িতে তোলার সময় পুলিশের এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে থানার গেইটের সামনে থেকে হ্যান্ডকাফের মধ্য থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায় অনিমেষ।


এ ঘটনায় আসামিদের দায়িত্বে থাকা রাজৈর থানার দুই পুলিশ কনস্টেবল আহসান হাবিব ও সাদ্দাম হোসেনকে ক্লোজড করা হয়েছে। এদিকে পলাতক আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।


এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, মাদক মামলার আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পলাতক আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


No comments:

Post a Comment

Pages