ক্রিকেট ইতিহাসে বিরল রেকর্ড, টানা ২ ওভারে ২ হ্যাটট্রিক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 11 July 2025

ক্রিকেট ইতিহাসে বিরল রেকর্ড, টানা ২ ওভারে ২ হ্যাটট্রিক


সময় ডেস্ক :
ক্রিকেট ইতিহাসে এক বিরল কীর্তি গড়েছেন কিশোর কুমার নামে এক স্পিনার। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন ক্রিকেটবিশ্বে।


ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে কেশগ্রেভের বিপক্ষে খেলতে নেমে এই দুর্দান্ত পারফরম্যান্স করেন ৩৭ বছর বয়সী কিশোর। ম্যাচটিতে তিনি ২১ রানের খরচায় ৬ উইকেট তুলে নেন। এর মধ্যে ৫ জন ব্যাটসম্যানকে বোল্ড করেন এবং একটি উইকেট আসে ক্যাচের মাধ্যমে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, কিশোর এই দুটি হ্যাটট্রিকই করেন টানা দুই ওভারে এবং একই ইনিংসে, যা ক্রিকেট ইতিহাসেই এক অনন্য ঘটনা।


যদিও অতীতে আটজন বোলার একই ম্যাচে দুটি হ্যাটট্রিক করার নজির গড়েছেন, তারা সবাই আলাদা দুই ইনিংসে এমন কীর্তি গড়েছিলেন। সর্বশেষ অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ২০১৭ সালে শেফিল্ড শিল্ডে দুটি হ্যাটট্রিক করেছিলেন। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে এক ম্যাচে দুটি হ্যাটট্রিক আছে জিমি ম্যাথুজের নামে, যা তিনি করেছিলেন ১৯১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।


কিশোরের বিধ্বংসী বোলিংয়ে কেশগ্রেভ ২ উইকেটে ১১৯ রান থেকে অলআউট হয়ে যায় মাত্র ১৩৮ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে কিশোরের দল জয় তুলে নেয় ৭ উইকেট হাতে রেখেই।


ম্যাচ শেষে বিবিসি এসেক্সকে কিশোর বলেন, ‘যখন দেখলাম শেষ ব্যাটসম্যান বোল্ড হয়ে গেছে, মনে হলো আকাশে উড়ছি। অসাধারণ এক অনুভূতি। ম্যাচের পর অনেক ফোন কল পেয়েছি। আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে আনন্দ উদযাপন করেছি, প্রায় আড়াই ঘণ্টা আনন্দে কেটেছে। এটা ছিল খুবই বিশেষ একটি মুহূর্ত।’


ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কিশোর বলেন, ‘এখানে অনেক ভালো খেলোয়াড় আছেন। তাই আমি বলব না যে দলে সবার আগে আমার নাম থাকবে, তবে অবশ্যই আমি অগ্রাধিকার পাব।’


সূত্র: বিবিসি


No comments:

Post a Comment

Pages