জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মো. মোবশ্বির আলীর ইন্তেকাল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 17 August 2025

জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মো. মোবশ্বির আলীর ইন্তেকাল


সময় ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন এর জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা, প্রবীণ মুরব্বি মো. মোবশ্বির আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না  ইলাইহি রাজিউন। 


রোববার (১৭আগস্ট) সকাল ১০টা ৫০মিনিট এর সময় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। তিনি ২পুত্র ও ৬কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 


রোববার বাদ আছর জলকরকান্দি জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে জলকরকান্দি গোরস্তানে তাকে দাফন করা হয়।


এদিকে মরহুম মোবশ্বির আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির সভাপতি ও জলকরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এ কাওছার, কোষাধ্যক্ষ মো. শফর আলী।


তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।


No comments:

Post a Comment

Pages