সময় ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। এবার ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩৪টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
গত বছর এমন শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। অর্থাৎ এবার শতভাগ ফেল করা স্কুল-মাদ্রাসা বেড়েছে ৮৩টি। বিষয়টি নিয়ে শিক্ষা মহলে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ ও সমালোচনা।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি বোর্ড- সব জায়গাতেই ফল ঘোষণা করা হয় দুপুরে।
এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠান সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৮৪টিতে। গত বছর এই সংখ্যা ছিল ২৯৬৮টি। অর্থাৎ শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানও কমেছে প্রায় ২ হাজার।
ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান না হলেও শিক্ষা বোর্ডের ঢাকার প্রধান কার্যালয়ে হয় এক মতবিনিময় সভা। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবীর ফলের সার্বিক চিত্র তুলে ধরেন।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। শেষ হয় ১৩ মে। এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় ১ লাখ কম। ফল প্রস্তুত করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।
শিক্ষাবিদরা বলছেন, একদিকে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি, অন্যদিকে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে যাওয়া দেশের মাধ্যমিক শিক্ষার গুণগত মান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের ফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
No comments:
Post a Comment