৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 29 June 2025

৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা


সময় ডেস্ক :
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার। আর এই দিনটিকেই এবার ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।


রোববার (২৯ জুন) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।


এছাড়া ২০২৪ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বুক পেতে দিয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। যা ছাত্র-জনতার আন্দোলনকে শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপ দেয়। 


এবার সেই ১৬ জুলাই দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, ৮ আগস্ট কোনো বিশেষ কর্মসূচি পালন করা হবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


No comments:

Post a Comment

Pages