৩য় সন্তানও মেয়ে হওয়ায় খালে ফেলে হত্যা করলেন মা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 21 October 2025

৩য় সন্তানও মেয়ে হওয়ায় খালে ফেলে হত্যা করলেন মা


সময় ডেস্ক :
দুই কন্যার পর আবারো কন্যা শিশু জন্ম হওয়ায় পাঁচ দিনের নবজাতককে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক পাষণ্ড মায়ের বিরুদ্ধে।


মঙ্গলবার (২১ অক্টোবর) ঘটনাটি জানাজানি হলে পুলিশ অভিযুক্ত মা শারমিন আক্তারকে (৩২) গ্রেপ্তার করেছে।


সোমবার রাত ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে নবজাতক হত্যার ঘটনা ঘটে।


কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, সোমবার রাত ৮টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল (৪২) থানায় এসে নবজাতক নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। তবে তার বক্তব্য সন্দেহজনক মনে হলে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুর মা শারমিনের সঙ্গে কথা বলি।


তখন শারমিন আক্তার জানান, তাদের পাঁচ বছর ও দেড় বছরের দুটি কন্যা সন্তান রয়েছে। পর পর কন্যা সন্তান জন্ম হওয়ায় তিনি ক্ষোভের বশে নবজাতক শিশুটিকে বাড়ির পাশের খালে ফেলে দেন।


পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ খালের কচুরিপনার ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে। ওই অবস্থায় নবজাতককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃতের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি আরো বলেন, মৃত শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর গ্রেপ্তার শারমিন আক্তারকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। শিশুর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


No comments:

Post a Comment

Pages