সিলেটে দিনে দুপুরে সাড়ে ১২ লাখ টাকা ছি-ন-তা-ই - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 26 October 2025

সিলেটে দিনে দুপুরে সাড়ে ১২ লাখ টাকা ছি-ন-তা-ই


সময় ডেস্ক :
সিলেটে দিনে দুপুরে  কদমতলি এলাকা থেকে  ফিল্মি স্টাইলে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। 


রোববার (২৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে ঘটনাটি ঘটে।


এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি জানান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ বিষয়ে তারা একটি অভিযোগ পেয়েছেন বলে জানান। 


অভিযোগে বলা হয়- দুপুর ১২টার দিকে সিলেট এনা পরিবহনের কদমতলির কাউন্টার থেকে ১২ লাখ টাকা ৪০ হাজার টাকা  ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম ও নুর মুস্তফা এবং ক্যাশ কর্মকর্তা সোহেল আহমদ। 


তারা কদমতলির ইয়াসিন প্লাজা নামক মার্কেটের সামনে যাওয়ামাত্র ৫টি মোটরসাইকেলে করে ১০ জন ছিনতাইকারী এসে তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। দৃস্কৃতিকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান। এনা পরিবহন কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। 


এনা পরিবহনের  ম্যানেজার শফিকুল ইসলাম বলেন- ছিনতাইকারীরা সবাই হেলমেট পরা ছিলো। তাদের হাতে লম্বা ধারালো দা ছিলো। তারপরও আমরা সাধ্যমতো বাধা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু  পারিনি। 


No comments:

Post a Comment

Pages