সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 15 August 2025

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০


জ্যৈষ্ঠ প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার লালাবাজারে যাত্রী ছাউনি ও ড্রেন নির্মাণ নিয়ে দুই ব্যক্তির কথা-কাটাকাটির জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনন্ত ৩০ জন আহত হয়েছেন। আহতরা সিলেট নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।


শুক্রবার (১৫ আগস্ট ) রাত সাড়ে ৮টার সময় কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।



সংঘর্ষ থামাতে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি চেষ্টায় সংঘর্ষ থামলেও ৪টি মোটরসাইকেল ও একটি রেস্টুরেন্ট ভাংচুরের শিকার হয়।


রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে বিপুল পরিমাণ পু্লিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল দলকেও সেখানে দেখা যায়।



এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা ও দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।


No comments:

Post a Comment

Pages